১. সংস্থার পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে) ঃ বাংলা : প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি)
ঃ English : PROGRAMMES FOR PEOPLES DEVELOPMENT (PPD)
২. সংস্থার লক্ষ্য ঃ মানব শক্তি ও সম্পদের সুষ্ঠু ব্যাবহারের মাধ্যমে অনগ্রসর ও কম সুবিধাভোগী জনগণের আর্থ-সামাজিক, আত্ম নির্ভলশীলতা এবং নৈতিক মূল্যবোধের উন্নয়ন করা।
৪. প্রধান কার্যালয়ের ঠিকানা ঃ গ্রাম- শক্তিপুর, ডাকঘর- শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ-৬৭৭০। ই-মেইল- ppdshahzadpur@gmail.com
৫. সংস্থার নির্বাহী প্রধানের নাম, পদবী, মোবাইল নং সহ ঃ মিসেস নাজনীন চৌধুরী, নির্বাহী পরিচালক
ঃ মোবাইল নং- ০১৭১১-৩৭১০০০, ০১৭১৩-৪৪০২০০
৬. সংস্থার প্রতিষ্ঠার তারিখ ঃ ০১-০১-১৯৮৫ খৃঃ
৭. নিবন্ধন সংক্রান্ত তথ্য ঃ
নাম | নিবন্ধন নং | তারিখ | সর্বশেষ নিবন্ধনের তারিখ |
এনজিও এ্যাফেয়ার্স ব্যুরো | এফডিআর - ১৯৩ | ২১-১১-১৯৮৫ | ২১-১১-২০১০ |
সমাজ কল্যাণ অধিদপ্তর | ডিএসএস/সিরাজ-২৬৭/১৯৯৪ | ১৬-১২-১৯৯৪ | চলমান |
৮. সংস্থা পরিচালিত শাহজাদপুর উপজেলাধীন কার্যক্রমভূক্ত এলাকা ঃ ক) শাহজাদপুর পৌরসভা, খ) হাবিবুল্লাহ নগর, গ) রূপবাটি, ঘ) গালা, ঙ) পোতাজিয়া, চ) খুকনি, ছ) গাড়াদহ, জ) কায়েমপুর, ঝ) নরিনা, ও ঞ) পোরজনা।
৯. শাহজাদপুর উপজেলাধীন প্রধান কার্যালয় ও শাখা অফিস সমুহের ঠিকানাঃ
ক্রঃ নং | অফিসের নাম | ঠিকানা | মোবাইল নম্বর |
০১. | পিপিডি প্রধান কার্যালয় | শক্তিপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ। | ০১৭১৩-৪৪০২০০ |
০২. | শাহজাদপুর -০১ শাখা (RMC) | শক্তিপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ। | ০১৭১২-৬৪৯২১২ |
০৩. | শাহজাদপুর -০২ শাখা (UMC) | শক্তিপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ। | ০১৭১৩-৪৪০২০৬ |
০৪. | বাঘাবাড়ী শাখা | বাঘাবাড়ী দক্ষিণপাড়, বাঘাবাড়ী, শাহজাদপুর, সিরাজগঞ্জ। | ০১৭৫৩-১৪০৯৯৯ |
০৫. | তালগাছি শাখা | মশিপুর, তালগাছি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। | ০১৭৮৪-৯১২২১১ |
১০. প্রশিক্ষণ কেন্দ্র থাকলে তার বিবরণ ঃ ৫০ জন প্রশিক্ষণার্থীর উপযোগী একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।
১১. সংস্থার জনবল সংক্রান্ত তথ্যঃ
স্টাফের ধরণ | নারী | পুরুষ | মোট |
উর্দ্ধতন পর্যায় | ০১ | ০৬ | ৬ |
মধ্যম পর্যায় | ০ | ১০ | ১০ |
ফিল্ড পর্যায় | ১৩ | ২৫ | ৩৮ |
মোটঃ | ১৪ জন | ৪১ জন | ৫৫ জন |
১৩. চলমান কর্মসূচী/প্রকল্পের সম্পর্কিত তথ্যঃ
কর্মসূচী/প্রকল্পের নাম | প্রকল্পের মেয়াদকাল | কর্ম এলাকা | লক্ষিত জনগোষ্ঠির বর্ণনা | তহবিলের উৎস | ||
শুরু | সমাপ্ত | উপজেলা | ইউনিয়ন | |||
ক্ষুদ্র ঋণ প্রকল্প | ১৯৯৪ | চলমান | ০১টি | ১০ টি | দরিদ্র, পিছিয়ে পাড়া ও ক্ষুদ্র উদ্যোগী | পিকেএসএফ |
প্রশিক্ষণ কর্মসূচী | ২০০৫ | চলমান | চলমান | চলমান | মানব সম্পদ উন্নয়ন | চলমান |
কর্মকর্তার নাম ও পদবী | |||
ক্রমিক নং | নাম | পদবী | ছবি |
০১ | মিসেস নাজনীন চৌধুরী | নির্বাহী পরিচালক | |
০২ | মো: রকিবুল ইসলাম রিপন | প্রোগ্রামস কো-অর্ডিনেটর |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS