পদের নাম : টেকনিশিয়ান
পদ সংখ্যা ০১ টি
গ্রেড-১৩ অনুযায়ী (৯,৮০০ টাকা/মাসে) এবং মূল বেতনের সমপরিমান উৎসব ভাতা
১. সাধারণ প্রার্থীগণের জন্য
ক. এইচ, এস, সি বা সমমান এবং
খ. কোন স্বীকৃত পলিটেকনিক হতে কম্পিউটার সাইন্স/ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন এ ডিপ্লোমা
২. অগ্রাধিকার প্রাপ্ত প্রার্থীগণের জন্য:
ক. নূন্যতম ছয় মাসের অভিজ্ঞতা সম্পন্ন UISC উদ্যোক্তা যাদের এইচ.এস.সি বা সমমানের ডিগ্রী রয়েছে এবং
খ. প্রতিমাসে নূন্যতম আয় পাচ হাজার (৫,০০০) টাকা।
বি: দ্র: বিস্তারিত তথ্য জানতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,শাহজাদপুর, সিরাজগঞ্জ এ অফিস চলাকালীন যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
(মো: রাসেল সাবরিন)
উপজেলা নির্বাহী অফিসার
শাহজাদপুর, সিরাজগঞ্জ।
মোবাইল- ০১৭১৭৪৫৫৫২৯
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS