শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জ জেলার দক্ষিণাংশে অবস্থিত। এ উপজেলার উত্তরে স্বজেলার উল্লাপাড়া ও বেলকুচী, পূর্বে স্বজেলার বেলকুচী ও চৌহালী, দক্ষিণে চৌহালী ও পাবনা জেলার বেড়া ও সাঁথিয়া এবং পশ্চিমে পাবনা জেলার সাঁথিয়া, ফরিদপুর ও স্বজেলার উল্লাপাড়া উপজেলা দ্বারা বেষ্টিত। এ উপজেলা প্রায় ২৪°০৩' এবং ২৪°১৬' উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩১' এবং ৮৯°৪৬' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। সিরাজগঞ্জ জেলা শহর থেকে শাহজাদপুর উপজেলার
দূরত্ব ৫০ কিলোমিটার। এর মোট আয়তন ৩২৫ বর্গ কিলোমিটার, তন্মধ্যে জলাশয় ও নদী প্রায় ৩৪.৫০ বর্গ কিলোমিটার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস