Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড

E-mail address: aibl@al-arafahbank.com

ব্যাংকের কার্যাবলীঃ- শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং পরিচালনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ব্যাংকিং প্রতিষ্ঠান যার সূচনালগ্ন হতে মূল স্লোগান ছিল শরীয়াহ ও আধুনিক ব্যাংকিং এর এক অনন্য সমন্বয়। বর্তমানে ব্যাংকটি বহুমুখী সেবা মূলক কাজের সঙ্গে জড়িত। জনসাধারন হতে বিভিন্ন প্রকার আমানত সংগ্রহ করা এর অন্যতম প্রধান কাজ। যেমন- আল ওয়াদিয়া চলতি আমানত, মুদারাবা সঞ্চয়ী আমানত, বিভিন্ন প্রকার স্থায়ী মেয়াদী আমানত, মাসিক জমা ভিত্তিক মেয়াদী আমানত ইত্যাদি।

বিনিয়োগ বিতরণঃ - এলাকার চাহিদা মোতাবেক ক্ষুদ্র ও মাঝারী এন্টারপ্রাইজ ব্যবসায়ীর মধ্যে বিনিয়োগ প্রদান, গ্রামীন ও কৃষি উন্নয়নের জন্য কৃষি ঋন, গাভী পালন, হাঁস মুরগী পালন ঋন, ফসলের উপর কৃষি ঋন, বাড়ী নির্মান ঋন এবং দূরবর্তী এলাকার মানুষের বিদ্যুৎ চাহিদা পূরনের জন্য সোলার বিক্রয় কার্যক্রম এককালীন ও কিস্তিতে প্রদান করা হয়। অত্র এলাকার ব্যবসায়ীদের মধ্যে এ পর্যন্ত ২৯ কোটি টাকা ঋন বিতরন করা হয়েছে। এছাড়াও অত্র শাখায় রপ্তানী কার্যক্রম চালু রয়েছে এবং বিদেশ হতে প্রবাসীগণ প্রচুর রেমিটেন্স অত্র ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে প্রেরণ করে থাকেন।

ব্যাংকের মোট আমানতঃ গত  ২৫-০৭-২০১৩ইং পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ শাহ্জাদপুর শাখার মোট আমানত ২৫ কোটি ১৪ লক্ষ।

হিসাব সংখ্যাঃ গত ২৫-০৭-২০১৩ইং পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ শাহ্জাদপুর শাখার মোট হিসাব সংখ্যা ৩২৯৭ টি।

বিনিয়োগ বিতরণঃ- অত্র এলাকার ব্যবসায়ীদের মধ্যে এ পর্যন্ত ২৯ কোটি টাকা ঋন বিতরন করা হয়েছে। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারী এন্টারপ্রাইজ ব্যবসায়ীর মধ্যে ৯৭% বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২ টি শিল্প প্রতিষ্ঠান, ৩১টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ১টি সেবামূলক প্রতিষ্ঠান। এলাকার চাহিদা মোতাবেক ক্ষুদ্র ও মাঝারী এন্টারপ্রাইজ ব্যবসায়ীর মধ্যে বিনিয়োগ প্রদান, গ্রামীন ও কৃষি উন্নয়নের জন্য কৃষি ঋন, গাভী পালন, হাঁস মুরগী পালন ঋন, ফসলের উপর কৃষি ঋন, বাড়ী নির্মান ঋন এবং দূরবর্তী এলাকার মানুষের বিদ্যুৎ চাহিদা পূরনের জন্য সোলার বিক্রয় কার্যক্রম এককালীন ও কিস্তিতে প্রদান করা হয়।

উন্নয়নমূলক কর্মকান্ডঃদেশের মানব সম্পদ উন্নয়নের জন্য এলাকার দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বিনা মূল্যে সোলার প্রদান করা হয়। অত্র শাখা হতে ২০১১ইং সালে ১৫ (পনের) টি সোলার এলাকার দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বিনা মূল্যে বিতরন করা হয়েছে। ফলে দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীরা পড়ালেখা করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

খাতওয়ারী ভবিষ্যত পরিকল্পনাঃ -বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ক্লাস্টার ভিত্তিক বিনিয়োগ বিতরণ, এসএমই ভিত্তিক বিনিয়োগ বিতরণ এবং ক্ষদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়ক জামানত ছাড়া বিনিয়োগ বিতরণ এর পরিকল্পনা রয়েছে।

 

কর্মকর্তা কর্মচারীর নাম ও পদবী

ক্রমিক নং

নাম

পদবী

মোবাইল নং

ই-মেইল

ছবি

০১

মো: এ বি এম আব্দুল বাতেন

সিনিয়র প্রিন্সিপাল অফিসার এন্ড ব্যবস্থাপক

০১৭৬২-৩৩১৯৯০

batenarafah78@gmail.com

০২

মো: আব্দুল জববার

এক্সিকিউটিভ অফিসার

 

০১৭১২-৬৪১২৩৭

batenarafah78@gmail.com

০৩

মো: আবু রায়হান

ফিল্ড সুপারভাইজার

০১৭১১-৪১৩৩৭৮

ar_raihan13@yahoo.com

০৪

কে এম আব্দুলাহ আল মামুন

ফিল্ড এ্যসিস্ট্যান্ট

০১৭২৫-৬৭৩৩৫৬

aibl@al-arafahbank.com

০৫

মো: বাবুল হোসেন

অফিসার (ক্যাশ)

০১৭২৪-৭৭৯২১৮

babul218@yahoo.com

০৬

মো: ফখরুল ইসলাম

প্রিন্সিপাল অফিসার

 

০১৭১২-৯৬১১৭৬

ar_raihan13@yahoo.com

০৭

মো: হারুনার রশিদ

সিনিয়র এক্সিকিউটিভ অফিসার

০১৭১৯-৯৬৪৫৬০

ar_raihan13@yahoo.com

০৮

মো: মফিজ উদ্দিন

এক্সিকিউটিভ অফিসার

০১৭১৪-৭২২১৫৭

rynye_tahannus@yahoo.com

০৯

মো: নজরুল ইসলাম

সিনিয়র সোলার টেকনিশিয়ান

০১৭১৪-৫৯২৫২৪

 

ar_raihan13@yahoo.com

১০

মো: সাইফুল­vহ খালেদ

প্রিন্সিপাল অফিসার এন্ড সেকেন্ড অফিসার

০১৯১১-৪১৭০২৪

khaledarafah@gmail.com

১১

মো: ইসমাইল হোসেন

অফিসার (ক্যাশ)

০১৭২৬-৯৯০১৪৫

ar_raihan13@yahoo.com

১২

মো: আবু হেনা মোস্তফা জামান

এক্সিকিউটিভ অফিসার

 

০১৭১৫-০৫৭০১১

ahm_jaman@yahoo.com

১৩

মো: সাইদুল ইসলাম

সোলার টেকনিশিয়ান

০১৮১৮-০৩৬০২৯

 

ar_raihan13@yahoo.com

১৪

মো: ফয়সাল আলম

টি বয়

০১৭৬০-৭৯৭৫৪৬

ar_raihan13@yahoo.com