Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

       হযরত শাহ মখদুম শাহ দেৌলা ও নোবেল বিজয়ী রবীন্দ্রনাথের স্মৃতিবধন্য শাহজাদপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উপজেলা।

ঐতিহ্যে ও বানিজ্যে সমৃদ্ধ শাহজাদপুর বাংলাদেশের একটি অনন্য উপজেলা। শাহজাদপুর নামটির উৎপত্তি ঘটেছে আরব দেশীয় এক সাধকের নামানুসারে  “শাহজাদা”+”পুর”শব্দ দু’টোর সমন্ময়ে গড়ে উঠেছে শাহজাদপুর। এটি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থিত।

 

     ১৮৪৫ সালে  শাহজাদপুর থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮২ সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে । এই উপজেলায় ২টি থানা, ১টি পেৌরসভা, ১৩ টি ইউনিয়ন, ১৮৫ টি মেৌজা এবং গ্রাম রয়েছে ৩৪৩ টি। এ উপজেলার আয়তন ৩২৮ বর্গকিলোমিটার এবং মোট জনসংখ্যা ৪৭২৫০৫। তন্মধ্যে ২৪৭০১৯ জন পুরুষ ও  ২২৫৪৮৬জন মহিলা ।

 

     উন্নত ভেৌত অবকাঠামো ও নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন শাহজাদপুর উপজেলা শহরটি ব্যবসা বানিজ্যের দিক থেকে অনেকসমৃদ্ধ। দেশের অন্যতম বৃহত্তম কাপড়ের  হাট শাহজাদপুরে অবস্থিত। এ উপজেলার ক্ষুদ্র শিল্পের সর্বাধিক উল্লেখ্যযোগ্য ধারা তাঁত শিল্প। বৃহৎ শিল্পের মধ্যে রয়েছে  ভাসমান বিদ্যুৎ কেন্দ্র, সিমেন্ট কারখানা, বাংলাদেশ প্রেট্রোলিয়াম শিল্পের বিশাল আকৃতির তিনটি ডিপো এবং এশিয়া মহাদেশের  বৃহত্তম দুগ্ধ কারখানা ।

 

      শাহজাদপুরে রয়েছে হযরত  মখদুম শাহদেৌলা (র:) এর  মাজার ও নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী  কাছারি বাড়ি, মুসলিম স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন মখদুমিয়া  জামে মসজিদ, পোতাজিয়া নবরত্ন মন্দির, বাঘাবাড়ি নেৌবন্দর ও হযরত শাহ হাবিবুল্লাহ (র:)মাজার।

 

      মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে  উপজেলার সকল তথ্য অনলাইনের মাধ্যমে বিশ্বের দরবারে উন্মুক্ত করে দেয়ার উদ্দেশ্যে এ পোর্টালটি খোলা হলো। এ পোর্টাল সম্পর্কে গঠনমূলক পরামর্শ ও সুচিন্তিত মতামত আহ্বান পূর্বক একুশ শতকের সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম।