শাহজাদপুর উপজেলার উপর দিয়ে বয়ে চলেছে যমুনা ও করতোয়া নদী এছাড়া করতোয়া নদীর শাখা নদী রয়েছে হুরাসাগড় । বর্ষকালে অত্র এলাকার যোগাযোগের সহয এবং সস্তা মাধ্যম হয় নৌকা। বিশেষ করে কৈজুরী, খুকনী, গালা, সোনাতনী ইউনিয়ন গুলো যমুনা নদীর বিশেষ সুবিধা ভোগ করছে। কৈজুরী ঘাট এবং জামিরতা থেকে মাত্র ৪০ টাকা মাধ্যমে নৌকা যোগে খুব কম সময়ে ঢাকা যাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস